সারা বছর খোঁজ-খবর না রাখলেও অনেকেই আছেন যারা ঈদের সময় চলচ্চিত্র পাড়ার খোঁজটা একটু বেশিই রাখেন। চেষ্টা করেন অন্তত ঈদের ছবিগুলো যাতে মিস না হয়। এর জের ধরে এ সময়টাতে প্রযোজকরাও আশায় বুক বাঁধেন। প্রত্যাশা করেন ঈদে নিজের ছবি মুক্তি দিতে। এবারের ঈদে যে কয়টি ছবি মুক্তি পেতে যাচ্ছে সেগুলোর মধ্যে আলোচনার শীর্ষে একধাপ এগিয়ে রয়েছে শাকিব খান ও পরীমণির 'আরো ভালোবাসবো তোমায়' ছবিটি। প্রযোজক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিকের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে এবারের ঈদে।
গত কয়েক বছরে ঈদের ছবি মানেই শাকিব খান। এবার এ মাত্রাকে আরও বেগবান করে দেবে হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাদের এ রসায়ন। ছবিটির মহরত হয়েছিল চলতি বছরের ১০ ফেব্রুয়ারি। এরপর রাজধানী ঢাকাসহ সিলেট ও রাঙামাটির বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করে সম্পন্ন হয় শুটিং।
চিত্রনাট্যে বৈচিত্র্য আছে বলে ছবিটি নিয়ে দারুণ প্রত্যাশা পরিচালকের। তিনি বলেন, চেষ্টা করেছি অভিনয়ের সেরাটা আদায় করে নিতে। এ ছাড়া লোকেশন ও গানের চিত্রায়নও ব্যবসা সফল হওয়ার পেছনে ভূমিকা রাখে। এর সব কিছুই আছে আমার এ ছবিতে।
এদিকে শাকিব খান জানান, নিখুঁত প্রেমের ছবি 'আরো ভালোবাসবো তোমায়'। তা ছাড়া পরিচালক অলিক সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সে নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছে।
অন্যদিকে পরীমণি বলেন, শাকিব ছিল আমার স্বপ্নের নায়ক। আর এখন সহশিল্পী হিসেবে তাকে পাচ্ছি। তার সঙ্গে ভিন্নরকম এক প্রেমের রসায়ন দেখতে পাবেন দর্শকরা। ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে আমার এ ছবিটি। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।