সড়ক দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষতের চিকিৎসা নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনি গতকাল শনিবার সকালে হাসপাতাল ছেড়েছেন। পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজস্থানের জয়পুরস্থ ফরটিস হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দেন। ওই হাসপাতালেই শুক্রবার দুর্ঘটনার ফলে তার কপালে সৃষ্ট ক্ষতস্থান সারাতে হেমার অপারেশন হয়। সেই সঙ্গে দুর্ঘটনায় তার নাকে ফ্র্যাকচারও দেখা গিয়েছিল। বৃহস্পতিবার রাতে ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে হেমা মালিনির মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। বিপরীত দিক থেকে একটি মারুতি আলটো গাড়ির সঙ্গে জয়পুর থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী দুসারে মুখোমুখি সংঘর্ষ হয় হেমার গাড়িটির। দুর্ঘটনায় কপালে মারাত্মক আঘাত পান হেমা।
সংঘর্ষের প্রভাবে গাড়ির পেছনের সিট থেকে সরে গাড়ির ভিতরের সামনের দিকে ছিটকে পড়লে তার কপাল ফেটে যায়। আর মারুতিতে থাকা চার বছর বয়সী শিশু সোনম ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া গাড়িটির আরও তিন ব্যক্তি আহত হন।