বিশ্বের প্রথম কোনো শিল্পী হিসেবে ডিজিটাল মাধ্যমে ১০ কোটিরও বেশি গান থাকার রেকর্ড গড়েছেন গ্র্যামিজয়ী আরঅ্যান্ডবি গায়িকা রিহানা। বৃহস্পতিবার রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। টেইলর সুইফট ও কেটি পেরিকে পেছনে ফেলে এ রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী রিহানা। আরআইএএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেরি শেরম্যান বলেন, 'প্রথম কোনো শিল্পী হিসেবে ১০ কোটির সীমা অতিক্রম করেছেন রিহানা এটা একটি ঐতিহাসিক কীর্তি ও একজনের জীবনে এক অনন্য সাধারণ কৃতি- ত্বের সাক্ষ্য বহন করে।