মহেশ ভট্টর লেখা 'হমারি অধুরি কহানি' এবার মঞ্চে প্রদর্শিত হবে। মহেশ ভট্টের অন্য দুটি ছবি 'ড্যাডি' ও 'অর্থ' সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার অনেক পরে মঞ্চস্থ হয়। ছবিটি মুক্তি পেয়েছে এখনো এক মাসও হয়নি, এর মধ্যেই তার মঞ্চ উপস্থাপনার তোড় জোড় শুরু হয়ে গেছে। মঞ্চে পরিচালকের ভূমিকায় থাকবেন এনএসডির স্নাতক ও পুরস্কার বিজয়ী পরিচালক-অভিনেতা হ্যাপি রণজিত্। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ইমরান হাশমি ও বিদ্যা বালান। মঞ্চে মুখ্য চরিত্রে দেখা যাবে অন্য এক ইমরানকে। তিনি ইমরান জাহিদ। এর আগে ভট্ট ক্যাম্পের মঞ্চ পরিবেশনা যেমন 'ড্যাডি' ও 'অর্থ'-এ ইমরান জাহিদকে দেখা গেছে। বিদ্যার চরিত্রের জন্য এখনও অভিনেত্রীর খোঁজ চলছে বলে জানিয়েছেন পরিচালক হ্যাপি রণজিত্।
অগস্টে প্রিমিয়র শো মঞ্চস্থ হবে দিল্লিতে।