বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের মাঝে। অনেকদিন ধরেই প্রিয় তারকার বিয়ে দেখতে মুখিয়ে আছেন তারা। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ের কথা বলে সে আশা অনেকটা উজ্জ্বল করেছিলেন 'বাজরঙ্গি ভাইজানে’র এই অভিনেতা। তবে এবার সেই আগুনেও জল ঢেলে দিলেন সালমান নিজেই। 'এখনই বিয়ে নয়, ভালোবাসা ফিরে এসেছে' বলে জানিয়েছেন এই অভিনেতা।
সালমান খান ও কারিনা কাপুর অভিনীত 'বাজরঙ্গি ভাইজান' মুভির একটি গান 'আজ কি পার্টি' প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সালমান খান। কেমন মেয়েকে আপনি বিয়ে করতে চান? বলে সালমানের প্রতি এক সাংবাদিক প্রশ্ন ছোড়ে দেন। এর উত্তরে 'ভালোবাসা ফিরে এসেছে, এখনই বিয়ে নয়' সালমান ওই মন্তব্য করেন।
উল্লেখ্য, আগামী ঈদেই মুক্তি পাচ্ছে সালমানের 'বাজরঙ্গি ভাইজান' মুভিটি। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে সালমান ও কারিনাকে।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ