বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান বেঁচে আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তো বটেই, এমনকী বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও শক্তিমান এ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল।
কিন্তু, সব রটনাকে মিথ্যে প্রমাণিত করে খবর এল ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে। 'কাদের খান বেঁচে আছেন, সুস্থ আছেন। সব টুইট আর পোস্ট মিথ্যে! কাদের খান বহাল তবিয়তেই আছেন। এই তো, গতকাল সন্ধ্যায় তার সঙ্গে আমার কথা হয়েছে'', জানালেন, খান-পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফৌজিয়া আরশি। ফৌজিয়ার পরিচালিত ছবি 'হো গয়া দিমাগ কা দহি'-তেই এখনও পর্যন্ত শেষ বারের মতো অভিনয় করেছেন কাদের খান। তাই পরিচালিকার অনুরোধ, ''দয়া করে এই খবরে কান দেবেন না। এমন খবর রটানোও বন্ধ করুন!''
আসলে, বিভ্রান্তিটা হয়েছে অন্য জায়গায়। দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছেন বর্ষীয়ান এ অভিনেতা। অসুখ তাঁর হাঁটাচলা তো বটেই, এমনকি কেড়ে নিয়েছে ভাল করে কথা বলার ক্ষমতাও! বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে চিকিৎসক এবং পরিজনের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। সেই জন্যই এমন খবর রটেছে বাতাসে। তবে, কে বা কারা এমন খবর রটালেন, সে খোঁজ মেলেনি এখনও!