অতিথিরা আসছেন সুদূর ইংল্যান্ড থেকে। যেমন-তেমন লোক নন। বাকিংহাম প্যালেস থেকে নিজের সহধর্মিনীকে নিয়ে প্রথমবার ভারতে পা রাখবেন ইংল্যান্ডের রাজপুত্র উইলিয়াম আর্থার ফিলিপ লুইস।
কেনসিংটন প্যালেস থেকে জানা গেছে, এপ্রিলের ১০ তারিখ বলিউডের মায়ানগরী থেকেই ভারত সফর শুরু করবেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট। ঘুরে দেখবেন বলিউড পাড়া। থাকবেন মুম্বাইয়ের তাজমহল হোটেলে। সময় কাটাবেন বলিউড পাড়ায়।
ডিউক ও ডাচেস অফ কেম্ব্রিজকে স্বাগত জানানোর ভার পড়েছে বি-টাউনের বাসিন্দাদের উপরে। ১০ তারিখ বিকেলেই বলিউড স্টাইলে রাজঅতিথিদের স্বাগত জানাবেন রণবীর সিং, সোনম কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চনরা।
এদিকে নিজের সুরে উইলিয়াম-কেটের মন ভোলাবেন কণিকা কাপুর। সবার নেতৃত্বে থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান।
মুম্বাইতে থাকাকালীন ২৬/১১ এর নিহতদেরও শ্রদ্ধা জানাবেন এই রাজদম্পতি। তারপরই যাবেন দিল্লি। যেখানে শাহজাহানের তাজমহল দেখে শেষ করবেন রাজকীয় যাত্রা।