দীর্ঘদিন পর হঠাৎ দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। গত রবিবার দেশে ফিরেলেও সবাইকে সারপ্রাইজ দিবেন বলে গত ২ দিন তিনি মিডিয়ার আড়ালে ছিলেন। কিন্তু আজ বিকাল ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে দেশের ফেরার কথা বলে সবাইকে সারপ্রাইজ দেন এই অভিনেত্রী।
ফেসবুকে মোনালিসা লিখেছেন, “বন্ধুরা, অনুমান করো তো আমি কোথায়? খুবই আনন্দের একটি সারপ্রাইজ পেয়েছে আমার পরিচিতরা। আমাকে দেখে তাঁদের রিয়েকশন ভালো ছিলো সত্যিই ভালো ছিলো। আনন্দ ছিলো সঙ্গে অশ্রুও ছিলো। বাসায় এসে তাঁদের সারপ্রাইজ করেছি। আমি আনন্দিত নিজে দেশে ফিরে। সবুজের সঙ্গে ফিরে আসা আশ্চর্যজনক, চারিদিকে সবুজ। তবে নিউইয়র্কের আমার বন্ধু ও পরিবারের সবাইকে মিস করছি। আশা করি প্রত্যেকে ভালো আছে। ভালবাসি তোদের।''
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব