অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির (বালিকা বধূ) মৃত্যু রহস্য উন্মোচন করেছেন পুলিশ। পুলিশের দাবি প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংহই তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার মুম্বাই পুলিশ এই মর্মে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। প্ররোচনা ছাড়াও, রাহুলের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন ও ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগও আনা হয়েছে। বাঙ্গুরনগর থানায় প্রত্যুষার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
গত ১ এপ্রিল গোরেগাঁওয়ের ফ্ল্যাট থেকে প্রত্যুষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই রাহুল-প্রত্যুষার টালমাটাল সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা।
পুলিশের প্রাথমিক অনুমান, সেই সম্পর্ক থেকেই তৈরি অবসাদের কারণে প্রত্যুষা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এছাড়া আর্থিক সমস্যার দিকটাও খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যুষার বন্ধুদের দাবি, রাহুলের অন্য কোন নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বেধেছিল প্রত্যুষার মনে। আগামী ১৪ এপ্রিল তাদের বিয়ের কথা থাকলেও দু’জনের সম্পর্ক নিয়ে টানাপড়েন বরাবরই ছিল বলে প্রত্যুষার বন্ধুদের কাছ থেকে জেনেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু, পরিবার, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে। যদিও মঙ্গলবার যে ১০ বন্ধু পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করা হয়নি। আপাতত প্রত্যুষার ভিসেরা রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
গত রবিবার বুকে ব্যথা নিয়ে কান্দিভলীর একটি হাসপাতালে ভর্তি হন রাহুল। সোমবার তাঁকে জেনারেল ওয়ার্ডে সরানো হয়। রাহুলের আইনজীবী নীরজ গুপ্ত জানান, ‘‘রাহুল এখনও পুরোপুরি সুস্থ নন। আতঙ্ক কাটেনি।’’
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব