ভারতীয় সিরিয়াল তারকা প্রত্যুষা ব্যানার্জির (বালিকা বধূ) আত্মহত্যা নিয়ে গোটা বলিউডপাড়া যখন শোকে স্তব্ধ তখনই বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এর দায়ভার দিলেন সিলিং ফ্যানকে। তার দাবি, ঘর থেকে সিলিং ফ্যান খুলে নেওয়া হোক। তাহলেই আত্মহত্যার সংখ্যা কমানো সম্ভব।
টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর প্রেক্ষিতে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাখি এমনটায় দাবি করেছেন।
এদিকে, রাখির এমন বক্তব্যের পর অনেকেই আড়ালে মুখ টিপে হাসছেন। আবার অনেকে বলতে শুরু করেছেন, সস্তা প্রচারের জন্য রাখি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন।
রাখি অবশ্য সেই সব কথাকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। তিনি নিজস্ব স্টাইলেই বলছেন, মা-বাবা যদি তাঁদের সন্তানকে ভালবাসেন, তাহলে এখনই সিলিং ফ্যান বর্জন করুন। তাঁর মতে, বহু তরুণীর মৃত্যুর কারণ সিলিং ফ্যান। আর তাই রাখি সাবধান করে দিয়ে বলছেন, সিলিং ফ্যান সরিয়ে ফেলতে হবে ঘর থেকে।
এসময় সাংবাদিকরা পালটা প্রশ্ন ছুড়ে দেন রাখিকে, গরিব বাবা-মায়েরা কী করবেন তা হলে? রাখির সপ্রতিভ জবাব, টেবিল ফ্যানের তো বেশি দাম নয়। তার পরেই রাখির সংযোজন, তাঁরা বিভিন্ন এলাকায় ঘুরবেন। প্রাথমিকভাবে ৫ হাজার টেবিল ফ্যান বিলি করবেন বলে স্থির করেছেন রাখি।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব