ওমঙ্গ কুমার পরিচালিত ‘সর্বজিৎ’-এর জন্য এখন জোরকদমে শুটিং করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবিতে একদম নতুন লুকে দেখা যাবে বচ্চন-বধূকে। কিন্তু এর মধ্যেই একদিন শুটিং চলাকালীন খালি পায়ে দৌড়িয়েছেন নায়িকা। শুটিংয়ে হলেও খালি পায়ে দৌড়ানোটা ছিল ঐশ্বরিয়ার একান্ত নিজের ইচ্ছাতেই।
ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে গ্রামের মেঠো রাস্তায় চটি জুতা পরে দৌড়বেন নায়িকা। কিন্তু শট দেওয়ার সময় ঐশ্বরিয়ার জুতা ছিঁড়ে যায়। জুতা আনতে যে সময় লাগবে তাতে দিনের আলো পড়ে যাবে। ফলে শট দিতে সমস্যা হবে। এতে সমস্যায় পড়বে গোটা ইউনিট। সে কথা ভেবেই ঐশ্বরিয়া নিজে থেকেই খালি পায়ে দৌড়ে শট দেওয়ার কথা বলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এভাবে শট দিতে গিয়ে পায়ে আঘাত পান নায়িকা। পরে সেখানে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। প্রাথমিক চিকিত্সার পর ভাল আছেন ঐশ্বরিয়া।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব