প্রথমবারের মতো অস্কার জিতে এ বছরের শুরু থেকেই আলোচনায় আছেন টাইটানিক খ্যাত তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তবে এবার সমালোচনার পাত্রে পরিণত হলেন তিনি। শোনা যাচ্ছে, নারীদের অন্তর্বাসের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়াস সিক্রেটের এক মডেলের সাথে নাকি রাত কাটিয়েছেন সদ্য অস্কার জেতা এ তারকা।
জানা যায়, সম্প্রতি ভিক্টোরিয়া সিক্রেটসের মডেল চেলসি ওয়েমারের সাথে যুক্তরাষ্ট্রের মালিবুতে একটি ক্লাবে বেশ অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ডি ক্যাপ্রিও। দু'বছর আগে নিজ স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় ৪১ বছর বয়সী এ তারকার। তারপর থেকেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে স্থির নেই তিনি। আজ অমুক তো কাল তমুক। এ নিয়ে মিডিয়ায় খবরের শিরোনামও হয়েছেন তিনি বহুবার। তবে প্রকৃতই তিনি কারও প্রেমে পড়েছেন কিনা তা নিশ্চিত করে জানা যায়নি কখনোই। ডি-ক্যাপ্রিও নিজেও এ নিয়ে মুখ খোলেননি। তবে নতুন গুঞ্জনে ভক্তদের ধারণা ডি ক্যাপ্রিওর নতুন প্রেমিকা চেলসি ওয়েমারই। গুঞ্জন সত্যে পরিণত হয় কিনা এটাই এখন দেখার পালা।
এর আগে অবশ্য কেলি ররবাস নামের এক মডেলের সঙ্গে ডি ক্যাপ্রিওকে অন্তরঙ্গভাবে দেখা গেছে বহুবার।
তবে লিওনার্দোর ঘনিষ্ঠ এক সূত্র খবরটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, লিওনার্দো এখন কারও সঙ্গে ডেটিং করছেন না। সাম্প্রতিক সময়ে তিনি ইন্দোনেশিয়ার মতো কিছু দেশে পরিবেশ নিয়ে কাজ করছেন। এর পেছনেই সময় ব্যয় করছেন।
এদিকে ওয়েমার তার ইনস্টিগ্রামে লিওনার্দোর বাড়িতে অবস্থানরত নিজের কিছু সেলফি পোস্ট করেছেন বলে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ