বলিউড নায়িকাদের বিয়ের ফুল এখন বেশি করে ফুটছে। প্রীতি জিন্তা, বিপাশা বসুদের পর এবার বিয়ের ফুল ফুটতে চলেছে এষা গুপ্তার। সম্প্রতি এষা তার ইনস্টাগ্রামে নিজের এনগেজমেন্টের ঘোষণা করেন।
সেখানে এষা লেখেন, ''ও আমায় জিজ্ঞাসা করল, আর আমি হ্যাঁ বলে দিলাম'' ("He asked and I said yes (sic)."।
তবে কে তাঁর হবু বর সে ব্যাপারে কিছু জানাননি এষা।
এর আগে এক সাক্ষাত্কারে এষা বলেছিলেন, ''আমি আমার ব্যক্তিগত জীবনকে মিডিয়ার খাদ্য করে তুলতে রাজি নই। আমি জানি বলিউডে পা রাখা মানেই মিডিয়া আমার ব্যক্তিগত জীবনকে সামনে আনতে চাইবে। অনেক মিথ্যা কথা রটানো হবে আমার সম্পর্কে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে এসব আগেই বলে রেখেছি।''
এদিকে এষার ঘনিষ্ঠমহল সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই প্রেম করছেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-০১