জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন বলিউডের মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত! তবে সেটা কোনো সিনেমার দৃশ্যে নয়, একটি পোশাকের বিজ্ঞাপনে।
মঙ্গলবার মুম্বাইয়ের মাড আইল্যান্ডে এক পোশাকের বিজ্ঞাপনের শুটিংয়ে তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই তিনি শুটিং সেটে পৌঁছে যান। শুটিং শেষ করার পর সেটের সকলের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন।
এতদিন পর কাজ করাটা নাকি চুটিয়ে উপভোগ করছেন অভিনেতা। জেলে থাকাকালীন পানি রাখার বড় পাত্রকে ডাম্বেল হিসেবে ব্যবহার করে ব্যায়াম করতেন করতেন সঞ্জয়। এখন নাকি বাড়িতেও একই পন্থায় শরীরচর্চা করছেন তিনি!
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব