ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুব্রত রায়ের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিস্টার ফারদিন খান। লখনৌও-এর ওই অনুষ্ঠানে তাঁর চেহারা দেখে মিডিয়া তো বটেই, বহু সেলেবদেরই চোখ কপালে উঠেছিল। সবার কণ্ঠে অস্পষ্ট স্বরে ভেসে উঠেছিল- 'এ কী হাল ফারদিনের!'
বহুদিন সিনে দুনিয়া থেকে বাইরে রয়েছেন এই বলি-অভিনেতা। তাই বলে এতটা ওজন বাড়ানো! আশ্চর্য তো হবারই কথা। শরীরে অত্যাধিক মেদ জমায় গলায় ভাঁজ স্পষ্ট হয়েছে। শরীরের এমন হালের জন্য বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতেও ভুগছেন বলে জানা গেছে।
তবে সূত্রের খবর, মেদ ঝরাতে তিনি নিয়মিত জিমে যাচ্ছেন। লন্ডনের একটি অত্যাধুনিক জিমে ভর্তিও হয়েছেন। সেলেব্রিটি ট্রেনারের রুটিন মেনে শরীর থেকে বাড়তি মেদ ঝরাতে কসরত করছেন প্রতিদিন। ২০১৪ সালে, ৩ মাসের মধ্যে ১২ কেজি মেদ ঝরিয়েছেন। আগের লুকে ফিরতে এখন তিনি বধ্যপরিকর। এখন দেখার বিষয় আদনান সামি বা ম্যারাডোনার মতো নিজেকে আমূল বদলাতে পারেন কিনা এ অভিনেতা।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ