‘পিপলি লাইভ’ মুভির সহ-পরিচালক ও প্রযোজক মাহমুদ ফারুকিকে আমেরিকান গবেষককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করলেন দিল্লি আদালত।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ফারুকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। বলা হয়েছিল, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক বিশেষ প্রয়োজনে ফারুকির দ্বারস্থ হয়েছিলেন। দিল্লির শুকদেব বিহারে নিজের বাড়িতে গবেষণায় সহায়তার করার জন্য ডেকে পাঠিয়ে পরিচালক তাঁকে ধর্ষণ করেন। অভিযোগ অনুসারে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ছয়দিন জেল হেফাজতেও রাখা হয়েছিল অভিযুক্ত পরিচালককে। পরে জামিনে মুক্তি পান তিনি। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল শনিবার পরিচালককে দোষী সাব্যস্ত করলেন আদালত। ২ আগস্ট তাঁর সাজা ঘোষণা করবেন আদালত।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ