অভিনেতা রিয়াজ এবং মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা অভিনয় করেছেন ‘প্রেমিকা’ নামক একটি নাটকে। এটি রচনা করেছেন জাকারিয়া শৌখিন এবং পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। চলতি সপ্তাহে নাটকটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর উত্তরায়।
নাটকে রিয়াজের প্রেমিকা চরিত্রে দেখা যাবে পিয়াকে। প্রেমের ফাঁদে ফেলে রিয়াজকে কিডন্যাপ করবেন পিয়া। এখানে রিয়াজ-পিয়া ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু, রাজা, প্রনীল, সজীব, প্রমুখ। নির্মাতা জানালেন, এটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে, হঠাৎ পিয়ার সঙ্গে বিত্তশালী যুবক রিয়াজের পরিচয়। এরপর ধীরে ধীরে দেখা-চলাফেরায় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একদিন রিয়াজ পিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মৌন সম্মতি জানান। এরপর ঘটনাক্রমে রিয়াজ কিডন্যাপ হন। একটা সময় দেখা যাবে, এই কিডন্যাপ দলের হোতা পিয়া নিজেই!
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন