আব্বাস-মাস্তানের ক্রাইম একশ্যান ড্রামা সিরিজ 'রেস ৩' এ আসতে পারে নতুন চমক। এবারের কিস্তিতে গত দুইবারের বাজিমাত করা সাইফ আলি খান থাকছেন না। দেখা যেতে পারে ভাইজান সালমান খানকে।
ইতিমধ্যে এই ৫০ বছর বয়সী এই অভিনেতা রেস ৩ এর চিত্র্যনাট্য পড়েছেন এবং এতে ইতিবাচক সম্মতি দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়।
রেসের প্রথম দুই পর্বে সাইফকে দেখা গেলেও এবার তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। স্ত্রী কারিনা কাপুর খানকে তাদের প্রথম সন্তান জন্মের লগ্নে তিনি সময় দিতে চান বলে, এইবারের কিস্তিতে ইস্তফা নিলেন তিনি।
তাই এমন দূরন্ত একশ্যান সিনেমাটি চলে আসতে পারে বলিউডের সুলতানের কাছে। যদিও সালমান তার নিজের প্রযোজনায় কবির খানের সাথে ‘টিউবলাইট’ নিয়েই ব্যস্ত। এর পরেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন