পর্দায় পোশাক আর যৌনাবেদনের ব্যাপারে বরাবরই সাহসী স্বস্তিকা মুখোপাধ্যায়। 'আমি আর আমার গার্লফেন্ড' ছবির মধ্যে এ অভিনেত্রীর শরীরটাকে দর্শকরা অনেক কাছ থেকে আবিস্কার করেছিলেন। ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক আর অশ্লীল ডায়লগের পাশাপাশি তিন বান্ধবীর স্বাধীনচেতা জীবনযাপনের সেই কাহিনী এখনো দর্শক ভুলতে পারেনি। এরইমধ্যে ফের সাহসী অবতারে হাজির হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
প্রতীম ডি গুপ্তর 'সাহেব বিবি গোলাম' ছবিতে দর্শকরা এ অভিনেত্রীকে ফের আবিস্কার করতে যাচ্ছেন সেই চিরচেনা সাহসী নারীর বেশে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই ছবির একটি গানে তারই নমূনা দেখা গেছে।
আধঘুম নেশায়, প্রেমের ছোঁয়ায় ভিজিয়ে দেয় 'বিবি'র মন। শরীরের বাঁধন ভেঙে লুটিয়ে পড়ে মনের মানুষের বুকে। যেখানে চিন্তা নেই, ভাবনা নেই, আছে শুধু ভালবাসা। ভালবাসার এই সুরেই ফের সাহসী স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন এ গানে নিজেকে মোহময়ী রূপে মেলে ধরেছেন নায়িকা।
অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এলোমেলো জীবনের এই ছন্দ এগিয়ে নিয়ে গিয়েছে 'সাহেব বিবি গোলাম'র কাহিনী।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ