'বীর' ছবির মধ্যে দিয়ে সালমানের বিপরীতে আবিভূত জেরিন খান 'মিষ্টি মেয়ে' হিসেবে মন কেড়েছিল দর্শকের। অনেকেই ভবিষ্যদ্বানী করেছিলেন, মেয়েটি বলিউড কাঁপাবে। কিন্তু বলিউডে শক্ত জায়গা করতে পারেননি জেরিন। অবশেষে বেঁছে নেন অন্য পন্থা। হেট স্টোরি থ্রি'র মাধ্যমে পর্দায় যৌনাবেদন নিয়ে হাজির হন লাস্যময়ী জেরিন খান। এরপর থেকে উপরে উঠতে এই পথেই চলছেন নায়িকা।
সম্প্রতি টি-সিরিজের নতুন গানের ভিডিওতেও পার্থিব ভালবাসারই গল্প বললেন জেরিন খান এবং আলি ফজল৷ যৌনতার উষ্ণ আবেশে বাপ্পি লাহিড়ীর সুর এবং কিশোর কুমারের গাওয়া গানটিকেই নতুন মাত্রা দিয়েছে ভিডিওটি৷
আরমান মালিকের গাওয়া এই গানটির সর্বত্রই যেন ছড়িয়ে রয়েছে লাস্য আর মাদকতা৷ আদর এবং যৌনতার প্রবল আকর্ষণ ফুটে উঠেছে ভিডিওর প্রতি ঝলকে৷
দেখে নিন সেই ভিডিওটি:
বিডি-প্রতিদিন/এস আহমেদ