‘বাহুবলী’ ছবির দ্বিতীয় ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ দেখতে পাওয়া নিয়ে দর্শকরা অনেকটা আশা ছেড়েই দিয়েছিলেন। সান্ত্বনা দিতে শুরু করেছিলেন নিজেদের। এরকম পরিস্থিতির মাঝেই হঠাৎ জানা গেল কবে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। জানালেন করণ জোহর এবং তার ‘ধর্মা প্রোডাকশনস’। ‘ধর্মা প্রোডাকশনস’-এর পক্ষ থেকে একটি এবং করণ জোহরের পক্ষ থেকে দু’টি টুইট করে এ ছবিটি মুক্তির তারিখ জানিয়ে দেয়া হয়েছে। তবে করণ জোহর এবং তার প্রযোজনা সংস্থার কাছে ছবি মুক্তির আসল তারিখ কিভাবে পৌঁছল তা নিয়েই চলছে নানা গুঞ্জন।
আসলে উত্তর ভারতের ছবিঘরে ‘ধর্মা প্রোডাকশনস’-এর হাত ধরেই ডিস্ট্রিবিউটেড হয়েছিল ‘বাহুবলী’-র প্রথম পর্ব। দ্বিতীয় বারেও তার ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিক ভাবেই করণ জোহর এবং ‘ধর্মা প্রোডাকশনস’-এর কাছে তাই সঠিক খবরই থাকবে।
‘ধর্মা প্রোডাকশনস’ টুইট করেছে, 'বাহুবলী: দ্য কনক্লুশন' মুক্তি পাচ্ছে ২৮ এপ্রিল, ২০১৭। অন্যদিকে করণ জোহরের প্রথম টুইটও সিলমোহর দিয়েছে এই বক্তব্যে।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-২৪