অক্ষয় কুমারের 'রুস্তম' মুক্তি পেতে বাকি আছে আর মাত্র ৭ দিন। তার জন্য দেশের নানা জায়গায় জোরদার প্রচার চালাচ্ছেন অক্ষয় কুমার। তবে, সেই প্রচারনাকে ছাপিয়ে গেল রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম ভিডিও।
অক্ষয় কুমারের ছবির প্রচারের জন্য প্রায় সিনেমার মতো করে একটা ভিডিও শুট করে ফেললেন রণবীর। সেই ভিডিও পোস্ট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ।
লিখলেন, 'অক্ষয় কুমারকে অনেক চুমু!'। সেই ভিডিওতে দেখা গেল বেশ বড়সড় একটা গ্যারেজ। তার এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় মানুষ। মাঝে মাঝে তাকে দেখা যাচ্ছে এক ঝলক। পরক্ষণেই আবার হারিয়ে যাচ্ছে। সাথে যোগ করেছেন রোমাঞ্চকর আবহ সঙ্গীত। সব মিলিয়ে তৈরি হচ্ছে একটা রহস্য। যে রহস্য রুস্তম ছবিরও মূল বিষয়।
এরকম লুকোচুরি খেলা চলতে চলতেই এক সময়ে সামনে আসছেন রণবীর। এসেই তিনি বলেন 'অক্ষয় আপনি রুস্তম হতে পারেন, তবে আমি ছুপা রুস্তম ও বটে'।
যা দেখা যাচ্ছে, যে কোনও ছবি দেখার উৎসাহ বাড়িয়ে দিতে রণবীর সিংয়ের জুড়ি নেই। এর আগে যখন হৃতিক রোশনের 'ব্যাং ব্যাং' মুক্তি পেতে চলেছিল, তখন খুব অন্য রকম ভাবে সেই ছবির হয়ে নিজের একটা ভিডিও পোস্ট করেছিলেন রণবীর।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন