ইন্টারস্টেলার, ইনসেপশন, দ্য প্রেস্টিজ, মেমেন্টো, ইনসমনিয়া, ব্যাটম্যান ট্রিলজি...। আপাতত এটুকুই যথেষ্ট এই পরিচালকের জাত চেনার জন্য। হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের সিগনেচার স্টাইল তার সব সিনেমায় দেখা যায়। পেঁয়াজের মতো, একটার পর একটা পরত খুলতে খুলতে পৌঁছতে হয় মূল বিষয়বস্তুতে। সিনেমা শেষ হওয়ার পরেও মনের মধ্যে লেগে থাকে ঘোর, বিস্ময়। আর থাকে একগুচ্ছ প্রশ্ন। শেষ হওয়ার পরেও যেন শেষ হল না।
এমন পরিচালকের ছবির জন্য যে সকলে অপেক্ষা করে থাকবেন তাতে আর আশ্চর্য কী! ব্যাটম্যান ট্রিলজি শেষ হওয়ার আগে থেকেই নোলান ঘোষণা করেন, আর নয়। এবার ব্যাটম্যানে ইতি দেবেন। এতে এই সুপারহিরো সিনেমার আপামর দর্শককুলের হা-হুতাশ করতে শুরু করেন। তবে নোলান তার সিদ্ধান্ত বদল করেননি।
সাধারণত একই সময় একটি ছবি নিয়েই কাজ করেন তিনি। পরবর্তী সিনেমা কী হবে তা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটে ছিলেন এত দিন। সাংবাদিকদেরও ঘোল কম খাওয়াননি। পরবর্তী সিনেমার মোটামোটি গল্প কী হতে পারে তা জিজ্ঞাসা করায় এক সাংবাদিককে তিনি একটা ধাঁধা ছক পাঠান। কিন্তু গোটা ছকটি ছিল খালি। সাধারণত, ছকে ২-৩টা নম্বর দেওয়া থাকে। বাকিটা পূরণ করতে হয়। পূরণ আর করা হয়ে ওঠেনি। আগামী বছর মুক্তি পেতে চলেছে নোলানের পরবর্তী ছবি 'ডানকার্ক'। এক বছর আগে ছবির একটি টিজার মুক্তি পেয়েছে। টিজার দেখে শুধু এটুকু বোঝা যাচ্ছে, সেটি যুদ্ধের ওপর তৈরি হয়েছে। কিন্তু ওই পর্যন্তই। বাকিটা অনুমান করার কোন জায়গা নেই।
দেখুন সেই টিজার:
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব