প্রায় একবছর ছোট পর্দায় আবারও একসঙ্গে দেখা ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও হালের আলোচিত অভিনেত্রী অপর্ণা। আহসান হাবিবের রচনায় ও শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় নাটকটির নাম ‘যে কুঁড়ায় কাঁচের গুঁড়ো’। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে।
রোমান্টিক এবং ফিকশনধর্মী এই নাটকের গল্পে আমিন খান এবং অপর্ণাকে দেখা যাবে দুটি ভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে। নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
এর আগে, আমিন খান ও অপর্ণা জুটি বেঁধে ‘তুমি মানে তোমার চলে যাওয়া’ শিরোনামের একটি নাটকে কাজ করেছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব