বিরাট কোহলি-আনুশকার গল্পটা এখনো ঠিক শেষ হয়নি। রেশ রয়েই গেছে যেন। এই তো মাত্র কিছুদিন আগেই দুজনকে দেখা গিয়েছিল প্রাগের রাস্তায়। ইনস্টাগ্রামে সেই ছবি তারা পোস্টও করেছিলেন। তাহলে গল্পের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি ঢুকে পড়লেন কিভাবে? কেন শোনা যাচ্ছে ধোনির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আনুশকা? সেই ছবি নাকি ভাইরাল স্যোশাল মিডিয়ায়!
আসলে পুরোটাই ফান। ফেসবুকের একটি জনপ্রিয় পেজ নিতান্তই মজা করার জন্য ‘পিকে’ সিনেমার একটি ছবি আপলোড করে। ছবিটিতে দেখা যায় সুশান্ত সিংহ রাজপুত এবং আনুশকা শর্মা রোম্যান্স করছেন। ছবির নিচে ছিল মজা করে লেখা ক্যাপশন: রিল লাইফের ধোনি এবং বিরাট কোহলির প্রেমিকা একান্তে সময় কাটাচ্ছেন। আর এই ছবিটাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। মুক্তির পর প্রথম চারদিনে প্রায় ৪৫ কোটি টাকা উপার্জন করেছে ছবিটি। ইতোমেধ্য অনেকেই 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-কে বলিউডের সর্বকালের সেরা বায়োপিক বলে দাবি করেছেন। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ আফরোজ