মুক্তি মিলল শাহরুখ খানের। মুম্বাই পুলিশ ছাড়পত্র দিল তাকে। চার বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের শেষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন বলিউড বাদশাহ। এ ঘটনায় স্থানীয় এক ক্রিকেটপ্রেমী মুম্বাইয়ের আদালতে শাহরুখের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, শাহরুখ ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন। খবর এবেলার।
ন্তু মুম্বাই পুলিশকে দেওয়া তার বয়ানে শাহরুখ জানিয়েছিলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর তার ছেলেমেয়েরা এবং কয়েকজন বন্ধু মাঠে ঢুকতে গেলে এক নিরাপত্তা কর্মী বাধা দেন। শাহরুখের দাবি, তিনি ওই নিরাপত্তা কর্মীকে শুধু বলেছিলেন তার সন্তানদের গায়ে যেন হাত না দেওয়া হয়। মঙ্গলবার শাহরুখের আচরণ অপরাধমূলক ছিল না বলে জানায় মুম্বাই মেট্রোপলিটান আদালত।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ