'ছবিটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। গতকাল থেকে ক্যামেরাবন্দী শুরু হয়েছে একটি গানের। আজ শুট হবে কেলরে।' নিজের নির্মিতব্য ছবি বালা'র শুটিংয়ে ব্যাঙ্গালুর থেকে মুঠোফোনে এভাবেই জানালেন নিরব। গত ১৮ই সেপ্টেম্বর বলিউড পরিচালক ফয়সাল সাইফের এই ছবিতে অভিনয়ের জন্য দেশ ত্যাগ করেন তিনি।
মুঠোফোনে নিরব বলেন, 'গতকাল থেকে একটি গানের শুট শুরু হয়েছে। আজ যাচ্ছি ব্যাঙ্গালুর থেকে প্রায় ৮৫ কি.মি. দূরে কেলরে। যেখানে পাহাড় ও মেঘের মিতালি দেখা যায়। গত দু'সপ্তাহ টানা শুটিং করেছি, শিঘ্রই শেষ হবে বলে আশা রাখি।'
বালা ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম এবং পাকিস্তানের মীরা খান। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের সম্মিলন ঘটছে এ ছবিতে। উল্লেখ্য, একইসঙ্গে তিনটি ক্যামেরায় বন্দী করা হচ্ছে এই ছবিটির শ্যুটিং।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল