বলিউডের জীবন্ত কিংবদন্তী বলতেই চলে আসে অমিতাভ বচ্চন। প্রায় চল্লিশ বছর ধরেই বলিউডে একটি আলাদা স্থান দখল করে আছেন এই বিগ বি। সাতের দশকের শেষ থেকে বলিউডে তিনি তার নিজস্ব রাজত্ব ধরে রেখেছেন। তার ক্যারিয়ারে ফ্লপ ছবির সম্নগক্যা নেই বললেই চলে টানা ২০ বছর একের পর এক হিট ছবি দিয়ে গেছেন তিনি।
প্রযোজকরা তার নাম আর অভিনয়কে পুজি করে সবস্ময়ই লাভ কুড়িয়েছেন। কিন্তু ক্যারিরের বর্তমান স্ময়ে এসে আর এসব টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামান না অমিতাভ বচ্চন। ছবি কত টাকা রোজগার করল, সেই নিয়েও এখন অতটা ভাবেন না।
নিজেকে এতটা নির্ভার করে ফেলার কারণটা বললেন তিনি নিজেই। বিগ বি বলেন, ‘আমার ছবি এখন ১০০ কোটির ক্লাবে ঠাঁই পাবে না। এটুকু বাস্তব জ্ঞান আমার আছে। কেরিয়ারের এই পর্যায়ে এসে এসব ভাবাও উচিত নয়। যখন ছবির হিরো হতাম, তখন এসব নিয়ে ভাবতাম। কারণ তখন আমার কাঁধে অনেক বেশি দায়িত্ব ছিল।’
আর এখন শুধু ছবির চিত্রনাট্য, গল্প, ছবিতে তাঁর চরিত্র নিয়ে ভাবেন। তবে এই নিয়ে কোনও আক্ষেপ নেই বিগ বি’র। তিনি আরও বললেন, ‘৭৪ বছর বয়সেও এত পরিচালক আমার সঙ্গে কাজ করতে চান। রোজ ঘুম থেকে উঠে কাজে যাই। এর থেকে বেশি আর কী পেতে পারি! এজন্য নিজেকে ভাগ্যবান মনে হয়।’
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর