বলিউড ছেড়ে গত বছর হলিউডে পাড়ি জমিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। 'কোয়ান্টিকো' নামক একটি সিরিয়ালে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি তার হলিউড যাত্রা শুরু করেন। কোয়ান্টিকোর প্রথম সিজনে ট্রেইলারেই বাজিমাত করেছিলেন এই হট ‘দেশি গার্ল’। সম্প্রতি 'কোয়ান্টিকো'র দ্বিতীয় সিজনের সম্প্রচার শুরু হয়েছে।
দ্বিতীয় সিজনে শুরু থেকেই এই আবেদনময়ী অভিনেত্রীর প্রতি প্রত্যাশা ছিল স্বাভাবিক ভাবেই বেশি। প্রত্যাশা পূরনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পারদও ক্রমশ ছাড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এই সিজন ২য় তে। প্রেমিকের সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তই হোক বা CIA এর প্রশিক্ষণের সময় অ্যালেক্স পারিশ হিসাবে কালো অন্তর্বাসে দেখা গেছে বলিউডের অন্যতম হট এই নায়িকাকে।
গত সিরিজে আমেরিকায় একটি সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত হয়ে ফেরার ছিলেন অ্যালেক্স পারিশ। সেই দায় থেকে মুক্ত হতে কী কী করেছেন তা সকলেই দেখেছেন। এই সিজনে আমেরিকার রাষ্ট্রপতি এবং সিআইএ তে তার সহকর্মীদের আরও একটি জঙ্গি হামলার হাত থেকে বাঁচাতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে গল্প ছেড়ে প্রিয়াঙ্কার এমন আবেদনময়ী উপস্থাপনের জন্য সকলেরই চোখ এখন কপালে।
বিডি-প্রতিদিন/৭ অক্টবর, ২০১৬/তাফসীর