ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়েপিক থেকে বাদ দেয়া হলো পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। ছবিটিতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চরিত্রে অভিনয় করেন ফাওয়াদ। কিন্তু ছবিটির মুক্তির আগেই বলিউডে পাকিস্তানিদের কাজ করার বিষয়টি নিয়ে বিতর্কে ওঠায় ফাওয়াদের অংশটুকু বাদ দিয়ে দেন নির্মাতা নিরাজ পাণ্ডে।
ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। শুধু খেলার মাঠেই নয়, ব্যক্তিগত পর্যায়ের তাদের সম্পর্ক অসাধারণ। নিরাজ পাণ্ডে ধোনির জীবনীভিত্তিক ছবিটিতেও তা তুলে ধরেছেন। ফলে ছবিটিতে বিরাট কোহলির চরিত্রটিরও গুরুত্ব ছিল অনেক। সূত্র জানায়, বাধ্য হয়েই ফাওয়াদের অংশটুকু বাদ দেন পরিচালক। কারণ বিষয়টি দর্শকের বিরক্তির কারণ হোক কিংবা রাজনৈতিকভাবে তর্কের জন্ম দিক এটা তিনি চাননি।
'ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি মুক্তি পায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। তবে ফাওয়াদের চরিত্রটি বাদ দেয়ার বিষয় তখনই জানা যায়নি। সম্প্রতি এ বিষয়টি আলোচনায় আসে। তাতে ভারতীয়রাই অবাক হয়েছে। এতে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ফাওয়াদ।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা