বয়স বাড়লেও ফের কনের সাজে দেখা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে! খবর শুনে হয়তো অবাক হচ্ছেন। কিন্তু এটি আসলে বাস্তব নয়, এটি রিল লাইফের। আর ছবিতে তার নাম নন্দিনী। লম্বা গাউন, জাঙ্ক জুয়েলারি, সঙ্গে মানানসই মেকআপ— এই হল নন্দিনী মিত্রের ওয়ান লাইনার স্কেচ।
তবে না! নন্দিনী কোন কলেজ পড়ুয়া নন, কর্পোরেট গৃহবধূও নন। এই ছবিতে নন্দিনী হলেন একজন ‘দাদি’। ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে তার ভরা সংসার। দাভিমঙ্গলপুরের জমিদার বাড়ির এই প্রবীণ সদস্যার সদ্য এক বয়ফ্রেন্ড হয়েছে। আর তাকেই এ বার বিয়ে করতে চান তিনি!
এই বয়সে বিয়ে! শুনে অবাক হলেও এটাই সত্যিই হবে। তবে বাস্তবে নয়, পর্দায়। এই চিত্রনাট্যই ফ্রেমবন্দি করছেন পরিচালক অনিন্দ্য ঘোষ। ছবির কাহিনী প্রসঙ্গে সাবিত্রী বলেন, ‘‘ইদানিংকালে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। খুব মজার চরিত্র। ছবিতে আমার ছেলেমেয়েরা কলকাতায় থাকে। নাতি নাতনিরাও আছে। মফঃস্বলে বিরাট সম্পত্তি নিয়ে থাকি। কিন্তু তারা এতই ব্যস্ত যে এখন আর কেউ মায়ের খোঁজ নেয় না। হঠাৎ আমার এক বয়ফ্রেন্ড হয়। আর তাকে বিয়ে করব শুনে সকলে অবাক। আসলে সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়টাই বেশি’’
কিন্তু এই বয়ফ্রেন্ডটা কে? যাঁকে নিয়ে মিত্র বাড়িতে হুলুস্থুল? সম্প্রতি মুক্তি পেয়েছে 'ঠাম্মার বয়ফ্রেন্ড' নামের এই ছবির ট্রেলর। দেখুন সেই বয়ফ্রেন্ডের খোঁজ পান কী না-
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৬/হিমেল