নিজেই একবার ভেবে দেখুন, বুক ফুলিয়ে আপনার মূল্যবান সম্পদের ছবি দিলেন সোশ্যাল নেটওয়ার্কে। তারপর দুর্বৃত্তরা এসে হাত-পা বেঁধে লুট করে নিয়ে গেল সব! তার পরে আপনিও কি ঠিক এই প্রতিজ্ঞাই করবেন না, যেমনটা করেছেন কিম কার্দাশিয়ান?
কয়েক দিন আগে খবর বেরিয়েছিল, প্যারিসে এক হোটেলে দুর্বৃত্তদের হাতে পড়েছিলেন দুনিয়া-কাঁপানো ডাকসাইটে এই যৌনপ্রতিমা। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে বন্দুকের ডগায় লুট করে নেয় প্রায় কোটি টাকার গহনা এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র!
তার পরেই প্রতিজ্ঞা করেন কিম- আর কোনোদিন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সম্পদের ছবি পোস্ট করবেন না। কেননা সোশ্যাল মিডিয়ায় কিমের পোস্ট করা হিরের আংটি দেখে তার খোঁজে এসেছিল দুর্বৃত্তরা!
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন