এলআরবি মানেই যেন অন্যরকম উন্মাদনা। দেশের সীমানা পেরিয়ে এ দলটির জনপ্রিয়তা আজ বিশ্বময়। আজ কানাডার টরেন্টো শহরে স্টেজ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি।
এ প্রসঙ্গে দলটির প্রধান ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু বলেন, ভক্তদের ভালোবাসা নিয়ে শুরু থেকেই আমাদের পথ চলা। তাদের ভালোবাসার টানেই ছুটে চলি দেশ-বিদেশ। কানাডায় আমাদের অনেক ভক্ত রয়েছে, তারাই এ আয়োজন করেছেন। যারা এমন একটি পদক্ষেপ নিয়েছেন তাদের অনেক ধন্যবাদ।
দেশে যেমন আইয়ুব বাচ্চুর ভক্তের অভাব নেই, তেমনি বিদেশেও কমতি নেই তার ভক্ত সংখ্যার। ভক্তদের উন্মাদনায় সাড়া দিতেই দেশ-বিদেশ ঘুরে পারফর্ম করে ব্যান্ড দলটি। সেই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর ঢাকা ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর কানাডায়। সেখানে তিন সপ্তাহ অবস্থান করবেন এবং একাধিক শোতে গান গাইবেন তিনি। এরপর অস্ট্রেলিয়া ট্যুর শেষে চলতি মাসের শেষের দিকে তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন এ তারকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ