'চোখের দেখা' ছবিটির মাধ্যমে চিত্রনায়ক সাইমন ও অহনা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। গতকাল শুক্রবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। 'চোখের দেখা' ছবিতে সাইমন ও অহনা ছাড়াও আরো অভিনয় করছেন অভিনেতা শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।
পি এ কাজল পরিচালিত 'চোখের দেখা' ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পি এ কাজল। ছবিটি প্রযোজনা করেছে কুশলী মাল্টিমিডিয়া।
'চোখের দেখা' ছবিতে খেলা পাগল যুবকের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। তার প্রত্যাশা, চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রমী কিছু পাবে। অহনা জানান, দর্শকের মনের মতো একটি চলচ্চিত্র হবে 'চোখের দেখা'।
ছবিটির ট্রেলার:
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/ফারজানা