ব্রিটিশ সুপারমডেল কেট মসের বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি ফাঁস হয়েছে। কেটের বোন লোটির ফেসবুক প্রোফাইল হ্যাক করে ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। এর মধ্যে একটি ছবি এ বছর কেটের জন্মদিনে তোলা।
ছবিটিতে বয়ফ্রেন্ড নিকোলিয়ান ভন বিসমার্ককের সঙ্গে দেখা যায় কেটকে। এখনো সামাজিক মিডিয়ায় নেই কেট মস। কিন্তু তার বোন লোটির সব সাইটে অ্যাকাউন্ট আছে। সোশ্যাল সাইটে তাকে প্রায়ই পাওয়া যায়। নিয়মিতই কেটেরও ছবি শেয়ার করেন লুটি।
ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা গেছে। তবে ঘটনার পর থেকে লোটি অনেক সতর্ক হয়ে গেছেন। তিনি বুঝেছেন, বোন এবং তার সম্পর্কে তথ্য জানার রাস্তা এখন তিনি নিজেই। তাই তার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করা উচিত নয়।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/ফারজানা