গোসল না করা পুরুষদের প্রতিই বেশি আকর্ষণ অনুভব করেন পরিণীতি চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ওই সাক্ষাৎকারে পরিণীতিকে জিজ্ঞাসা করা হয়, কোন ধরনের পুরুষ তাকে আকর্ষণ করে? উত্তরে তিনি বলেন, 'যারা গোসল করে না, সেই সব ছেলেদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করি।'
এছাড়া নিজের ড্রিমম্যান সম্পর্কে অনেক কথা বলেছেন পরিণীতি চোপড়া।
তিনি বলেন, 'আমি একেবারেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই যে সব ছেলেরা খুব সিম্পল, কোনো ‘হাইফাই’ পরিবারের সদস্য নয়, খাঁটি দেশি এবং দামী পোশাক বা ফ্যান্সি ডিনার পছন্দ করেন না। যে ছেলে সারাদিন পাজামা পরে ওর সঙ্গে থাকতে রাজি, টেবল ম্যানার্স ভেঙে ইতিউতি খাবার ছড়িয়ে খেতে যার জুড়ি নেই এবং যে সপাটে বলতে পারে যে আজ সে গোসল করেনি, তেমন ছেলেই পছন্দ করি।'
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম