কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবা রবীন ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিখোঁজের ২ দিন পর শনিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় রেল লাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবীন ঘোষ নিখোঁজ হওয়ার পরই থানায় খবর দিয়েছিলেন তার স্বজনরা। পুলিশের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও খোঁজখবর শুরু করা হয়েছিল। কিন্তু গত ২ দিন কোন খোঁজ ছিল না রবীন ঘোষের। শনিবার পাঁশকুড়া জিআরপি থেকে রুদ্রনীলকে ফোন করে জানান হয়, রেল লাইনের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। তার ব্যাগ থেকে পাওয়া কাগজপত্র দেখে অনুমান করা হয়, দেহটি রবীন ঘোষের। খবর পেয়েই সংশ্লিষ্ট মর্গে পৌঁছন রুদ্রনীল। এরপর দেহটি তার বাবা রবীন ঘোষের বলে শনাক্ত করেন তিনি।
হাওড়ার বাড়িতে একাই থাকতেন রবীন ঘোষ। রুদ্রনীল থাকেন রাণিকুঠিতে। ২০১১ সালে রুদ্রনীলের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সে দিনও ছিল মহাসপ্তমী। ঘটনাচক্রে রুদ্রনীল ঘোষের বাবার মৃতদেহ যে দিন রেল লাইনের ধার থেকে উদ্ধার হল, সে দিনও মহাসপ্তমী।
রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘হ্যাঁ, বাবারই দেহ। এখন পাঁশকুড়া জিআরপিতেই রয়েছি। মর্গে বাবার ব্যাগ, উচ্চতা দেখে চিনতে পেরেছি।”
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব