অভিনয় জগতে সদ্য পা রেখেছেন। প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই অভিনয় করতে ইচ্ছা প্রকাশ করেছেন নগ্নদৃশ্যে! তিনি জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।
বলিউডে সম্প্রতি পা রেখেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মিরজিয়া’ ছবিতে। গত তিন বছরের শুটিং শেষে শনিবার ছবিটি মুক্তি পেয়েছে। আর এরই মধ্যে তার ইচ্ছে হয়েছে নগ্নদৃশ্যে অভিনয় করার। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নগ্নদৃশ্যে অভিনয় করার জন্য নাকি তিনি মুখিয়ে রয়েছেন।
তার এই মন্তব্য শুনে বাবা অনিল কাপুরের কী প্রতিক্রিয়া, তা এখনও জানা যায়নি। তবে, নগ্নদৃশ্যে অভিনয়ের ইচ্ছা পোষণ করে ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই স্বভাবতই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে বলিউডে।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব