ফিল্ম পাড়ায় অমিতাভ বচ্চনের কাছের একজন শত্রুগ্ন সিনহা। অমিতাভ রাজনীতির সঙ্গে না জড়ালেও তার এ বন্ধুটি এরইমধ্যে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে নিতে সক্ষম হয়েছেন। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও তিনি ফেবারিট। কিন্তু শত্রুগ্ন নিজে রাষ্ট্রপতি হতে চান না। তার মতে, অমিতাভের সে যোগ্যতা আছে। সামনে রাষ্ট্রপতি হিসেবে বন্ধু অমিতাভের নাম ঘোষণা করার প্রস্তুাবও দিয়েছেন তিনি।
করণ জোহরকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অমিতাভ ব্চ্চন বলেন, শত্রুঘ্ন সিনহা এ কথা বলার পর থেকেই এই নিয়ে রসিকতা চালু হয়েছে। আমার দিকে তাকিয়ে বলুন তো? আমার কোনও জ্ঞান নেই, যোগ্যতা নেই, সামর্থ্য নেই!'
৭৪ বছরেও কীভাবে তারকা ইমেজ ধরে রেখেছেন এমন প্রশ্নের জবাবে অমিতাভ বলেন, 'এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। দর্শকরাই ভাল বলতে পারবেন। আমি খুব ভাগ্যবান। আমার মনে হয় নিয়তি আমার প্রতি সহৃদয়।'
অমিতাভের পর অমিতাভ কে হবেন- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রসিকতায় মজেছেন বলিউড শাহেনশাহ। করণকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'আমাকে নিয়ে কী খুব অসুবিধা হচ্ছে?'
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা