সালমান খান ও তার বান্ধবী ইউলিয়ার গান শুনে মুগ্ধ হিমেশ রেশমিয়া। সুরকার হিমেশের মতে তারা দুজনই নিখুঁত গান গায় এবং আর তারা সেটি করে হৃদয় দিয়ে। সম্প্রতি হিমেশের নতুন অ্যালবাম 'আপ সে মুশকিল' এ 'এভরি নাইট এন্ড ডে' গানটি গেয়েছেন ইউলিয়া। তাও আবার হিন্দিতে।
যা দেখে মুগ্ধ হিমেশ বলেছেন, ‘ইউলিয়ার গলা দুর্দান্ত। বলিউড নায়িকাদের সঙ্গে ওর গলার মিল রয়েছে। আমি তাকে গান গাওয়ার অনুরোধ করেছিলাম। ইউলিয়া তা গ্রহণ করে। দু-ঘণ্টার মধ্যে গানটি রেকর্ডও হয়ে যায়। একদম পেশাদারদের মতো কাজ করেছে।’
এ সময় সালমানের গানের প্রশংসাও করেছেন হিমেশ। তিনি বলছেন, ‘সালমান খান গানটা খুব ভালো বোঝে। ও অনেক বড় তারকা। ইউলিয়ার মতো সালমানও হৃদয় দিয়ে গায়।’
গানটি গাওয়ার পর ইউলিয়া বলেছেন, ‘ছোটবেলা থেকেই ভারতকে ভালোবাসি। এই দেশের অনেক ইতিহাস শুনেছি। এদেশের মানুষের জন্য গান গাইতে পেরে তাই ভালো লাগছে।’
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১০