'পদ্মাবতী' ছবি নিয়ে তৃতীয়বারের মত সঞ্জয়লীলা বানসালির ছবিতে একসঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেই নতুন ছবি পদ্মাবতীর প্রথম দিনের শুটিংয়েই মাতিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। ছবিতে পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা, আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, চিতোরের রাজার ভূমিকায় অভিনয় করছেন শাহিদ কাপুর।
এই ছবিতে অভিনেতাদের নাম অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, কাল থেকেই শুরু হল ছবির শুটিং। প্রথম দিনেই সঞ্জয়লীলা বানসালি ঘনিষ্টজনেরা জানালেন, "দীপিকাই চরিত্রের জন্য একেবারে সবচেয়ে মামানসই। প্রথম দিনই যেমন অভিনয় করেছেন তিনি, তাতে ছবিতে যে মাত করবেন দীপিকা, একথা বোঝাই যাচ্ছে পরিষ্কার।"
প্রযোজক সংস্থার মূখপাত্রও জানিয়ে দিলেন, "ছবির শুটিংয়ে এসে ভাল লাগছে দীপিকারও। ছবিটির প্রতিটি মূহূর্ত তিনি উপভোগ করছেন। চরিত্রটিও তার মনের মত হয়েছে। তাই অভিনয়ে কোনও কমতি থাকবে না।"
সঞ্জয়লীলা বানসালীর ছবি 'রামলীলা' ও 'বাজিরাও মাস্তানি' তেও রণবীর–দীপিকা জুটি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৭