বলিউডের আগামী শাহরুখ খান হবেন রণবীর সিং। আর এমনটা মনে গুণী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়া। ‘বিফিকর’ মুক্তির আগেই পরিচালকের কাছ থেকে বড় সার্টিফিকেট পেলেন রণবীর।
সিনেমার প্রচারে রণবীর এখন দিল্লিতে। তাকে টুইটারে একটি লম্বা বার্তা পাঠিয়েছেন আদিত্য। তাতে বলা হয়েছে, ‘বেফিকর–এর পরিচালনা আমি করব কি না তা জানার আগেই জানতাম রণবীর প্রধান চরিত্রে অভিনয় করবেন। আমি সারা জীবনে একজন সেরা মানুষকে সিনেমায় পরিচালনা করেছি। তিনি শাহরুখ খান। যে পরিচালক তার সঙ্গে কাজ করেছেন তিনি জানেন শাহরুখ কত সহজ।’
এরপর ৪৫ বছর বয়সী আদিত্য বলেন, আজ যদি আমি শাহরুখের সঙ্গে তার তুলনা করি তবে ও(রণবীর) চাপে পড়ে যাবে। কিন্তু তবুও বলব, রণবীরকে পরিচালনা করতে গিয়ে দেখেছি তিনি শাহরুখের মতই। একই রকম প্রাণোচ্ছল, কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব