‘বিগ বস’এর সব সিজনই এখন পর্যন্ত অশালীন কিছু না কিছু হয়েছেই। তবে অশালীনতার বিচারে ‘বিগ বস ১০’ এবার আগের সব কিছুকে ছাপিয়ে গেছে। ‘বিগ বস ১০’ এর এখন পর্যন্ত প্রচারিত পর্বগুলি দেখে অন্তত তাই মনে হচ্ছে।
ইতোমধ্যেই এবারের সিজনের একটি পর্বে প্রকাশ্যে প্রস্রাব করে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা জাগ্গা। এবার পালা ওম স্বামী-এর। খুবই জলদি প্রচারিত হতে চলা একটি পর্বে প্রকাশ্যে প্রস্রাব করতে তাকেও দেখা যাবে।
‘বিগ বস’-এ প্রতিযোগীদের বিভিন্ন টাস্ক দেয়া হয়। এমনই এক টাস্ক দেয়া হয়েছিল ‘ট্যাক্সি অ্যান্ড প্যাসেঞ্জার’। সেখানে ট্যাক্সির ভাড়া নিয়ে বেশ কয়েকজন প্রতিযোগীর সঙ্গে মনোমালিন্য হয় ওম স্বামীর। রেগে গিয়ে ঘরের ভেতরে একটি টবে প্রস্রাব করে দেন স্বামী ওম।
তার এমন কাজে প্রথমে চমকে যান অন্যান্য প্রতিযোগীরা। এরপর একে একে সবাই তাকে শান্ত করেন। তাকে শান্ত করার দলে নাম লেখান মনবীর, বাণীর মতো প্রতিযোগীরাও।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৮