ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী বিয়ের ঘোষণা দিয়েছেন। পরিবারের পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি। এ বিষয়ে দুই পরিবারের সদস্যরা আলোচনা করছেন।
বিয়ের ঘোষণা দিলেও পাত্রের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি শশী। বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। 'হাজার বছর ধরে' চলচ্চিত্রের টুনি চরিত্রটিতে অভিনয় করে সবার নজর কাড়েন শশী। এরপর অবশ্য বড় পর্দায় নিয়মিত হননি তিনি। নাটকের কাজই করছেন বেশি।
শশীর অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক হলো ‘ছোট বউ’, ‘জলে ভেজা রং’ ও ‘প্রেম নয়’।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা