১৯ বছর বয়সে এক সঙ্গীত প্রযোজক দ্বারা ধর্ষিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপ তারকাদের একজন লেডি গাগা। 'হাওয়ার্ড স্টান শো' নামের একটি অনুষ্ঠানে হাজির হয়ে গাগা নিজেই এ তথ্য দিয়েছেন।খবর ডেইলি মেইলের।
উপস্থাপক এ নিয়ে জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলতেই চাননি গাগা। তিনি বলেন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আনন্দদায়ক সময় নিয়েই আলোচনা হোক। চলুন আমরা আনন্দদায়ক বিষয় নিয়েই আলোচনা করি।
পরে উপস্থাপকরে জোরাজুরিতে লেডি গাগা বলেন, আমার বয়স ছিল তখন ১৯। ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে বেশ কয়েক বছর ধরে আমাকে প্রচুর মানসিক এবং শারিরীক চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। আজ এ কারণেই এ অনুষ্ঠানে বসে হাসি মুখে কথা বলতে পারছি। অথচ ওই ঘটনার পর আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।
ধর্ষণকারী গাগার চেয়ে ২০ বছরের বড় ছিলেন। গাগা জানান, ওই ঘটনার পর বয়সে বড় মানুষদের প্রতি তার বিরুক্তি জন্মে। তার মনে হতো, বড় মানুষেরা খুব খারাপ। গাগা বলেন, প্রথমে কাউকে বলতেও পারিনি। আমি ভেবেছিলাম, ওই ঘটনা আমাকে পঙ্গু করে দেবে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা