জনপ্রিয় টিভি সিরিজ 'গেম অব থ্রোনস' খ্যাত তারকা পিটার বোগান আর নেই। মঙ্গলবার ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ব্রিটিশ অভিনেতা। পিটারের প্রতিনিধি স্যালি লং-ইনস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।
চলচ্চিত্র ও নাটকে অভিনয় করলেও পিটার সবচেয়ে বেশি কাজ করেছেন মঞ্চে। বেশিরভাগ নাটক ও চলচ্চিত্রে পাশ্ববর্তী চরিত্রে অভিনয় করেছেন পিটার বোগান। এরপরও দর্শক, সমালোচক ও নির্মাতাদের কাছে তিনি আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন তিনি। টেলিভিশন সিরিজ 'পরিজ' এ গ্রাউটি চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান পিটার বোগান।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা