আর নগ্ন নারীদের ছবি প্রকাশ করা হবে না এমন ঘোষণা দিলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্লেবয় ম্যাগাজিন।
প্লেবয়ের নতুন চিফ ক্রিয়েটিভ কর্মকর্তা কুপার হেফনার বলেছেন, নগ্নতা পরিত্যাগ করার ওই সিদ্ধান্ত ছিল পুরোপুরি একটি ভুল। আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং সবাইকে জানাতে যাচ্ছি আমরা কারা। নগ্নতা কখনোই সমস্যা ছিল না। কারণ এটি কোনো সমস্যা না।
সামাজিক মাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকে এর সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, কারণ সাময়িকীর বিক্রি কমে গেছে।
ইউনিভার্সিটি অফ মিসিসিপি’র সাংবাদিকতার অধ্যাপক সামির হুসনি বলেন, প্লেবয় থেকে নগ্নতা তুলে দেয়া অক্সিজেন কেড়ে নেয়ার মতো। হয়তো এ কারণে অনেক পাঠক হারিয়েছিলো তারা। ৭০ দশক থেকে প্লেবয়ের সাকুর্লেশন ছিলো ৫৬ লাখ। আর গতবছর এটা নেমে আসে মাত্র সাত লাখে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা