বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্পর্কের বিচ্ছেদের পর তার সাবেক প্রেমিকদের ডাকে সাড়া দেন না । আর কঙ্গনার প্রত্যেক সাবেকই নাকি বিচ্ছেদের পর বার বার তার জীবনে ফিরে আসতে চেয়েছে। কিন্তু সেই ডাকে কেন সাড়া দেননি এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “যখন আমি কোন সম্পর্কে থাকি। আমি সম্পূর্ণ ভাবে থাকি। কিন্তু যখন এই সম্পর্ক শেষ হয়ে যায়, আমি কখনও পিছন ফিরে তাকাই না। এমনকি তাদের সঙ্গে দেখাও করিনি। সাবেকদের কাছে ফিরে যাওয়ার বা তাদের সঙ্গে দেখা করার কোন রেকর্ড আমার নেই। আমার সব সাবেক প্রেমিকরাই আমায় ফিরে পেতে চায়”।
সত্যিকারের ভালোবাসা তার জীবনে এসেছে কিনা জানতে চাওয়া হলে কঙ্গনা বলেন, “আমি এরকমই একটি সম্পর্কে আছি। আমার সঙ্গে এরকম ইতিমধ্যেই হয়েছে”।
আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত ‘রেঙ্গুন’। বিশাল ভারদ্বাজ পরিচালিত এই ছবিতে রয়েছেন শাহিদ কাপুর এবং সইফ আলি খান।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭