আবার ফিরে আসছে সার্কাস। কিন্তু আমরা সার্কাস বলতে আমরা যা বুঝি, এ ঠিক তেমন সার্কাস নয়। তবে যারা শাহরুখ খানের ভক্ত, তারা হয়তো বুঝতে পারছেন আসল ঘটনা।
তবে যারা আশির দশকের শেষদিকে দূরদর্শনের দর্শক ছিলেন, পুরনো সেই সিরিয়ালগুলো এখনও যাদের স্মৃতিতে ভেসে ওঠে, তারাও এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আসলে এখানে কোন সার্কাসের কথা হচ্ছে।
আশির দশকের শেষদিকে দূরদর্শনের পর্দায় সম্প্রচার হত জনপ্রিয় এই সার্কাস সিরিয়াল। যারা এই সিরিয়াল দেখেছেন, তারা তখন থেকেই চেনেন শাহরুখ খানকে। তখনও রুপোলি পর্দায় আবির্ভাব হয়নি কিং খানের। আবার সেই সিরিয়ালকে ফিরিয়ে আনছে দূরদর্শন।
আসছে ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সার্কাস। রাত আটটায় দেখানো হবে এই সিরিয়াল। শাহরুখ ছাড়াও এই সিরিয়ালে আছেন রেনুকা সাহানি, পবন মালহোত্রা, আশুতোষ গোয়ারিকর।
সূত্রঃ আজকাল।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১