বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় কোন না কোন ভাবেই আলোচনায় থাকেন। হৃতিক রোশন ও তার প্রেমকাহিনী নিয়ে কম কাঁদা ছুড়াছুঁড়ি হয়নি। সম্প্রতি নিজের নতুন প্রেমের কথা অকপটে স্বীকার করে সকলকে হতবাক করে দিলেন তিনি। অবশ্য নতুন প্রেমের কথা সর্বসমক্ষে বললেও প্রেমিকের নাম গোপন রেখেছেন এই বলিউড অভিনেত্রী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে কঙ্গনা জানালেন, ‘আমি একটি সম্পর্কের মধ্যে আছি। সময়টা দারুণ উপভোগ করছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর কথা বলতে চাই না। এটি আমার জন্য বিশেষ ঘটনা। একজন সঙ্গীকে খুঁজে পাওয়ায় আমি খুব খুশি।’
তিনি আরও বলেন, ‘একা থাকার স্বাধীনতা আনন্দের। ভালো কোনো সম্পর্কের মধ্যে থাকলে তা আপনাকে অনেক বেশী আত্মবিশ্বাসী ও জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে।’
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭